নিজস্ব প্রতিবেদক :: উন্নয়নের ধারা গতিশীল অব্যাহত রাখার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতিক নৌকা মার্কাকে জয়যুক্ত করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করার মধ্যে দিয়ে শেষ হয় ইতালী আওয়ামী লীগ পালেরমো, সিসিলির বর্ধিত কর্মী সভা। গত ২২ শে অক্টোবর সোমবার সান্তা কিয়ারা মিলনায়তনে পালেরমো আওয়ামী লীগের জনাকীর্ণ বর্ধিত কর্মী সভায় সভাপতিত্ব করেন, পালেরমো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আহসান উল্লাহ হাসান শিকদার। পালেরমো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এজাজ আল মাছুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পালেরমো আওয়ামীলীগের উপদেষ্টা রাজা হারুনুর রশীদ মীন, সিসিলি আওয়ামী লীগের আহবায়ক জাহিদ খান, নুরুল আমীন, আনোয়ার হোসেন, জালাল উদ্দিন রুমী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক আঁখি, মাসুদুর রহমান সরদার , মুহিদুর রহমান খোকন, যুবলীগের সহ-সভাপতি তাফাজ্জুল তপু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমামুল হক সুমন, সাধারণ সম্পাদক আউয়াল প্রধান প্রমুখ । পালেরমো আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজনু আলী লন্ডন থেকে ফোনে বক্তাদের সাথে একাত্মতা ঘোষনা করেন! পালেরমো আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীরা কোনোভাবেই অগঠণতান্ত্রিক, অগণতান্ত্রিক উপায়ে গঠিত কোনো কমিটি মেনে নেবেন না! বক্তারা পালেরমো আওয়ামী লীগের কাউন্সিলের মধ্য দিয়ে নির্বাচিত কমিটির বাইরে তথাকথিত কমিটিকে অবৈধ ও অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তাদেরকে প্রতিহত করার ঘোষণা দেন এবং ইতালী আওয়ামী লীগ সভাপতি, সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করেন। বর্ধিত কর্মী সভায় উপস্থিত নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সান্তা কিয়ারা মিলনায়তন!