
নিহতরা হলেন আরাম নগর এলাকার দুলাল হোসেন, দুলাল হোসেনের স্ত্রী মোমেনা, জেএসসি পরিক্ষার্থী মেয়ে বৃষ্টি, যমজ মেয়ে হাসি, খুশি,তার ছেলে মোমিন, মোমিনের স্ত্রী পরিনা বেগম ও দেড় বছরের শিশু পুত্র নূর হোসেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাতে মোমেনা বাসায় রাইস কুকারে রান্না করছিলেন এ সময় বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে এবং পুরো বাড়ি পুড়ে যায় এতে করে একই পরিবারের তিন জন ঘটনাস্থলেই মারা যান, স্থানীয়রা বাকী আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে ঢাকা নিয়ে যাওয়ার পথিমধ্যে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার উজ্জল কুমার রায়কে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়,যাদের তিন-দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।