বুঝেবে কজন স্বাধীনতার মানে !!
–মো:ফিরোজ খান
একটি ছেলে লাঙ্গল নিয়ে-
থাকতো পরে মাঠে,
একটি ছেলে রোজ বিকেলে-
বাদাম বেঁচতো হাঁটে।
—
একটি ছেলে রেস্তোরাঁতে-
মুছতো টেবিল, হাড়ি
একটি ছেলে সারাজীবন-
খেতো কিল আর ঘুষি।
—
ওদের কাছে জিঙ্গেস কোরো!
ওরা কি কেউ জানে?
স্বাধীনতা কাকে বলে?
স্বাধীনতার কি আছে মানে?
—
উত্তর দিবে হেসে হেসে!
স্বাধীনতার মানে বুঝবে নীল আকাশ-
বুঝবে ঐ দূর গগনে
উড়ে যাওয়া পাখির দল।
—
যে মেয়েটা ভোর হতেই-
মায়ের সাথে ছুটে চলতো কাজে,
যে মেয়েটা পরের বাড়ি-
কাপড় কাঁচতো,বাসন মাঁজতো সাঝে।
—
যে মেয়েটা গোবর কুড়োয়
গোয়াল ঘরে-নিত্যদিন ভোরে
সন্ধ্যা সাজে হাস,মুরগি-
দিতো নিয়ে খোপে।
—
যে মেয়েটা পায়নি আদর
পায়নি কারো সোহাগ-
ওদের কাছে প্রশ্ন করো!
ওরা কি কেউ সত্যটা জানে?
—
স্বাধীনতা দেখতে কেমন ছিলো?
কিইবা স্বাধীনতার সঠিক মানে?
হেসে হেসেই বলবে ওরা শোনো!
স্বাধীনতার মানে বুঝে দূর আকাশে-
জ্বলে থাকা চাঁদ তারাদের আলো।
—
যে ছেলেরা রাস্তা ঘাটে করছে নিত্য ফেরি-
সাথে নিয়ে বাদাম মাথায় রেখে ঝুড়ি
যে ছেলেরা করছে হকার ফুটপাতে
খাচ্ছে রোজই বকাঝকা রাস্তাঘাটে।
—
যাদের হাতে থাকার কথা বই-কলম
তারাই করছে ঘুরে ঘুরে ফেরি
যাদের মাঝে ফুটবেনা কলি থেকে ফুল
ওদের কাছে জেনে নিউ!
ওরা কি আসল সত্যি জানে?
—
স্বাধীনতা আসলে কি?
স্বাধীনতার সঠিক মানেই বা কি?
ছেলে-মেয়ে সবাই মিলে
বলবে হেসে হেসে।
—
স্বাধীনতার মানে বোঝে!
দূরেতে পাহাড়-সাগর-ঝর্না-নদী,
স্বাধীনতার মানে জেনেই-
বইছে বাতাস এদিক সেদিক নিরবধি।
—
কন্ঠ ওদের থামবে না যে কভূ
বলবে ওরা থেমে থেমে নিরবধি
স্বাধীনতার সঠিক মানে!
কজন স্বজন সত্যি জানে?
—
জানবে যদি স্বাধীনতার আসল মানে!
স্বাধীনতার সংজ্ঞা খুঁজো অবশ্যই পাবে
শেকল ছেঁড়া পাখির গানে গানে
অবশেষে বুঝতে পারবে সকলে সবই।
—
ত্রিশ লক্ষ্য শহীদদের দেখেছেন যারা-
রক্তাক্ত হয়ে পরে থাকতে রাস্তা-ঘাটে
একমাত্র সত্য কথা জানতে পারবে ওরা
স্বাধীনতা কত কষ্টের ছিলো বুঝবেন শুধুই তারা।